BN/Prabhupada 0844 - কেবল রাজাকে সন্তুষ্ট করার দ্বারাই তুমি ভগবানকে সন্তুষ্ট করতে পার

Revision as of 07:04, 13 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


731216 - Lecture SB 01.15.38 - Los Angeles

পূর্বে ভারতবর্ষ, এই গ্রহ... এর নাম ছিল ভারতবর্ষ। এটি একজন সম্রাটের দ্বারা শাসিত হত। তাই বলা হচ্ছে, স্বরাট। স্বরাট মানে সম্পূর্ণ স্বাধীন মহারাজ যুধিষ্ঠির অন্য কোন রাজা বা রাষ্ট্রের ওপর নির্ভর করতেন না তিনি পূর্ণ স্বাধীন ছিলেন। তিনি যা ইচ্ছে করতে পারতেন। এই হচ্ছে রাজা। সম্রাট। তথাকথিত রাজা বা রাষ্ট্রপতি যদি কিছু মূর্খদের ভোটের ওপর নির্ভর করে, তাহলে সে কোন ধরণের স্বরাট হল? বর্তমানে এই তথাকথিত প্রেসিডেন্ট মূর্খ ভোটারদের ভোটের ওপর নির্ভর করে। ব্যাস্‌। মূর্খরা জানে না কাকে ভোট দিতে হবে, তাই আরেকটা মূর্খকে নির্বাচিত করে আর তারপর কেন সে ভাল কাজ করছে না সেই জন্য কান্না করে। তোমরাই তো ভোট দিয়েছ। তাহলে এখন কাঁদছ কেন? কারণ ওরা মূর্খ। ওরা জানে না। এসবই চলছে কিন্তু আসলে, রাষ্ট্রের প্রধানকে হতে হবে স্বরাট। সম্পূর্ণ স্বাধীন প্রজাদের ভোটে নয়। তিনি সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের ওপর নির্ভর করেন, ঠিক মহারাজ যুধিষ্ঠিরের মতো সমস্ত পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের আদেশের অধীনে ছিলেন

তাই রাজা বা সম্রাটেরা ভগবান কৃষ্ণের প্রতিনিধি তাই তাঁকে এইভাবে সম্মান দেয়া হয়, নরদেব রাজার আরেক নাম হচ্ছে নরদেব, "নররূপে ভগবান" "মানুষরূপে ভগবান," রাজাকে এইভাবে সম্মান করা হয় কারণ তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। শ্রীকৃষ্ণের যে কোন প্রতিনিধি... যেমন রাজা... এখনাকার রাজা বা প্রেসিডেন্ট নয়, বরং আদর্শ তিনি এতোই আদর্শ প্রতিনিধি হবেন যে... বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, যস্য প্রসাদাদ্‌ ভগবৎ প্রসাদঃ যদি রাজা ভগবানের আদর্শ প্রতিনিধি হন তাহলে কেবল রাজাকে সন্তুষ্ট করেই তুমি পরম পিতা ভগবানকে খুশি করতে পারবে । এটা ছিল... কৃষ্ণ কেন মহারাজ যুধিষ্ঠিরকে সিংহাসনে বসাতে এই কুরুক্ষেত্র যুদ্ধ আয়োজন করলেন? কারণ তিনি জানতেন যে, "ইনিই আমার যোগ্য প্রতিনিধি, দুর্যোধন নয়। তাই যুদ্ধ হতেই হবে, আর দুর্যোধন আর ওর সব সাঙ্গপাঙ্গদের বিনাশ হতে হবে এবং যুধিষ্ঠির মহারাজকে অভিষিক্ত করাতে হবে।

এই নির্বাচন ... পরম্পরা। যুধিষ্ঠিরের দায়িত্ব হচ্ছে পরবর্তী রাজা... কারণ তিনি অবসর নিতে চলেছিলেন "পরবর্তী রাজাকেও আমার মতো সমান যোগ্য হতে হবে" তাই বলা হয়েছে, সুসমাম্‌ গুণৈঃ(SB 1.15.38)। সুসমাম্‌। "ঠিক আমার প্রতিনিধি। তাঁর মধ্যে... আমার পৌত্র পরীক্ষিত, তাঁর মধ্যে এই সমস্ত গুণ রয়েছে , তাই তাঁকেই অভিষিক্ত করতে হবে কোন ভবঘুরেকে নয়। সেটি হতে পারে না যখন পরীক্ষিত মহারাজ জন্মেছিলেন, তিনি সমস্ত কুরু বংশের একমাত্র সন্তান ছিলেন সবাই যুদ্ধে মারা গিয়েছিলেন । না। তিনিই একমাত্র বেঁচে থাকা সন্তান ছিলেন তিনি তাঁর মায়ের গর্ভে ছিলেন। তাঁর মাতা গর্ভবতী ছিলেন তাঁর পিতা অভিমন্যু মাত্র ষোল বছরের ছিলেন। অর্জুনের পুত্র। তিনি যুদ্ধ করতে গেছিলেন তিনি একজন মহান যোদ্ধা ছিলেন। তাঁকে হত্যা করতে সাতজন মহারথীর দরকার পড়েছিল ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন, ইত্যাদি। সবাই একসঙ্গে। কোন দয়া মায়া করেনি যারা তাঁকে মারতে চক্রব্যুহ বানিয়েছিল এই অভিমন্যু তাঁদের পৌত্র, প্রপৌত্রের মতো ছিলেন অনে আদরের নাতি ছিলেন... ভীষ্মের প্রপৌত্র, দুর্যোধনের পৌত্র। কিন্তু এটা ছিল যুদ্ধ, ক্ষত্রিয় যক্ষণ তুমি যুদ্ধ করতেই এসেছ, তোমাকে অবশ্যই বিরুদ্ধ দলকে হত্যা করতেই হবে সে আমার আদরের নাতি না নাতির ছেলে সেটি দেখার বিষয় নয়। এটা কর্তব্য