BN/Prabhupada 0947 - আমাদের বিরাট স্বাধীনতা আছে, কিন্তু বর্তমানে আমরা এই দেহে আবদ্ধ হয়ে আছি

Revision as of 07:16, 10 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


720831 - Lecture - New Vrindaban, USA

আমরা বিরাট স্বাধীনতা পেয়েছি কিন্তু এখন আমরা জড়দেহে বদ্ধ অবস্থায় আছি ঠিক যেমন আধুনিক বিজ্ঞানীরা , তারা অন্য গ্রহে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তারা বদ্ধ, তারা যেতে পারে না। আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামনে কোটি কোটি গ্রহলোক আছে সূর্যলোক, চন্দ্রলোক, বৃহস্পতি, মঙ্গল। মাঝে মাঝে আমরা আশা করি, " আমরা কিভাবে সেখানে যেতে পারব।" কিন্তু যেহেতু আমি বদ্ধ, আমি স্বাধীন নই, আমি যেতে পারি না। কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু তুমি চিন্ময় আত্মা তাই তোমাকে যেখানে খুশি বিচরণ করার স্বাধীনতা দেয়া আছে। ঠিক যেমন নারদ মুনি। নারদ মুনি সব জায়গায় ঘুরে বেড়ান; তিনি তার ইচ্ছেমতো যে কোনও গ্রহলোকে যেতে পারেন। এখনও, এই ব্রহ্মাণ্ডে একটি গ্রহলোক আছে যার নাম সিদ্ধলোক। সেই সিদ্ধলোকের বাসিন্দারা, তারা এক গ্রহলোক থেকে অন্য গ্রহলোকে উড়ে যেতে পারেন কোন বিমান ছাড়াই। এমনকি যোগীরা, হঠযোগীরা, যারা অনুশীলন করছে, তারাও যেখানে সেখানে যেতে পারে। যোগীরা, তারা এক জায়গায় বসে থেকে তৎক্ষণাৎ অন্য জায়গায় চলে যেতে পারে। তারা এখানে কাছাকাছি কোন নদীতে ডুব দিয়ে এবং ভারতে কোন নদীতে গিয়ে উঠতে পারে। তারা এখানে ডুব দেয় আর সেখানে গিয়ে ওঠে। এগুলো হল যোগশক্তি।

তাহলে আমরা বিশাল স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু এখন আমরা এই দেহে বদ্ধ হয়ে আছি। তাই এই মনুষ্য দেহটা হচ্ছে একটা সুযোগ আমাদের প্রকৃত স্বাধীনতা ফিরে পাবার জন্য। একেই বলা হয় কৃষ্ণভাবনাময়। স্বাধীনতা। যখন আমাদের চিন্ময় দেহটি জড় দেহের দ্বারা আবৃত থাকে না... আমাদের জড় দেহের অভ্যন্তরে চিন্ময় দেহটি রয়েছে। এটিই আমার প্রকৃত পরিচয়। এখন আমি দুই ধরণের জড় শরীর দ্বারা আবৃত আছি। একটি হচ্ছে সূক্ষ্ম শরীর ও অন্যটি হচ্ছে স্থুল শরীর। সূক্ষ্ম শরীরটি মন, বুদ্ধি এবং অহঙ্কার, মিথ্যে অহঙ্কার দিয়ে তৈরি এবং জড় শরীরটি পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ এর মিশ্রণ দিয়ে তৈরি। তাহলে আমরা দুই ধরণের শরীর পেয়েছি এবং আমাদের পরিবর্তন হচ্ছে। সাধারণত আমরা জড় শরীরটি দেখতে পাই; সূক্ষ্ম শরীরটি আমরা দেখতে পাই না। ঠিক যেমন সবাই জানে...।আমি জানি তোমাদের মন আছে। আমি জানি তোমাদের বুদ্ধি আছে। তোমরা জান যে আমার মন আছে, বুদ্ধি আছে। কিন্তু আমি তোমাদের মন দেখতে পারি না, আমি তোমাদের বুদ্ধি দেখতে পারি না। আমি তোমাদের সঙ্কল্প দেখতে পারি না। আমি তোমাদের চিন্তা, চেতনা, অনুভুতি, ইচ্ছা দেখতে পারি না। একই রকমভাবে তোমরাও দেখতে পার না। তোমরা আমার জড় শরীর দেখতে পাও যা পৃথিবী, জল, বায়ু, অগ্নি দিয়ে তৈরি এবং আমি তোমাদের জড় শরীর দেখতে পাই। সুতরাং, যখন তোমার এই জড় শরীরের পরিবর্তন হয় এবং তোমাকে নিয়ে যাওয়া হয়, তোমার সূক্ষ্ম শরীরের দ্বারা নিয়ে যাওয়া হয়, তাকে বলা হয় মৃত্যু। আমরা বলি, " ওহ আমার বাবা চলে গেছেন।" তুমি কিভাবে দেখ যে তোমার বাবা চলে গেছেন? শরীরটি এখানে শুয়ে আছে। কিন্তু প্রকৃতপক্ষে তার বাবা সূক্ষ্ম শরীরের দ্বারা চলে গেছেন।