BN/Prabhupada 0993. - দেখুন যে তিনি যেন খাবার ছাড়া অনাহারে না থাকেন। এটিই পারমার্থিক সাম্যবাদ: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0992 - For Opportunists There is No Krsna Consciousness|0992|Prabhupada 0994 - What is the Difference Between God and Ourself?|0994}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0992. - কৃষ্ণভাবনামৃত সুবিধাবাদীদের জন্য নয়|0992|BN/Prabhupada 0994. - ভগবান এবং আমাদের মধ্যে পার্থক্য কি|0994}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:11, 19 August 2021



730407 - Lecture SB 01.14.43 - New York

অনুবাদ: "আপনি কি বৃদ্ধ পুরুষ এবং ছেলেদের যত্ন নেন নি যারা আপনার সাথে খাওয়ার যোগ্য? আপনি কি তাদের ছেড়ে আপনার খাবার একা খেয়েছেন? আপনি কি কোন অমার্জনীয় ভুল করেছেন যা জঘন্য বলে বিবেচিত?"

প্রভুপাদঃ "আপনি কি বৃদ্ধ পুরুষ এবং ছেলেদের যত্ন নেন নি যারা আপনার সাথে খাওয়ার যোগ্য?" এটি বৈদিক সভ্যতা। যখন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, তখন প্রথম অগ্রাধিকার বাচ্চাদের দেওয়া হয়। আমাদের মনে আছে, এমনকি এখন আমার বয়স আটাত্তর, যখন আমরা শিশু ছিলাম, তখন আমার বয়স চার, পাঁচ বছর ছিল, আমাদের মনে আছে। তোমরা কেউ কেউ দেখেছ (অস্পষ্ট), এবং যদি তুমি, এখানে কেউ? তুমি দেখেছ. সুতরাং, প্রথমে শিশুদের খাওয়াতে হবে। তাই মাঝে মাঝে আমি একটু জেদ করতাম, আমি বসব না, "না, আমি আপনার সাথে বসব, বড়দের সাথে।" কিন্তু সেটা ছিল পদ্ধতি। প্রথমত, শিশুদের সুস্বাদু খাওয়ানো উচিত, তারপর ব্রাহ্মণদের, এবং বাচ্চাদের এবং বৃদ্ধদের। পরিবারে, বাচ্চাদের এবং বৃদ্ধদের... যেমন মহারাজ যুধিষ্ঠিরকে দেখ, তিনি কতটা চিন্তিত ছিলেন ধৃতরাষ্ট্রের যত্ন নেয়ার জন্য। যদিও তিনি পুরোটা সময় শত্রুর ভূমিকা পালন করেছেন, তারপরও এটি পরিবারের সদস্যদের দায়িত্ব বৃদ্ধদের যত্ন করা। যখন তার ছোট ভাই বিদুরের দ্বারা অভিযুক্ত হয়ে ধৃতরাষ্ট্র বাড়ি ছেড়ে চলে যান, "আমার প্রিয় ভ্রাতা, আপনি এখনও পারিবারিক জীবনের প্রতি আসক্ত হয়ে আছেন, আপনার কোন লজ্জা নেই। আপনি খাবার খাচ্ছেন, কার থেকে খাচ্ছেন, যাকে আপনি আপনার শত্রু ভাবতেন। আপনি একদম প্রথম থেকে তাদের হত্যা করতে চাইতেন। আপনি তাদের বাড়িতে আগুন লাগিয়েছিলেন। আপনি তাদের বনে প্রেরণ করেছিলেন। আপনি তাদের জীবনের বিরুদ্ধে চক্রান্ত করেছেন, এবং এখন সবকিছু শেষ, আপনার সব ছেলে, নাতি এবং জামাই এবং ভাই, বাবা, চাচা ... " আমি বলতে চাচ্ছি ভীষ্ম তার জ্যাঠা ছিলেন। তাই পরিবারের সবাই। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই পাঁচ ভাই ছাড়া সবাই নিহত হয়েছিল: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। সমস্ত পুরুষ সদস্যকে হত্যা করা হয়েছিল। সুতরাং, কেবল অবশিষ্ট বংশধর ছিলেন মহারাজ পরীক্ষিত। তিনি মাতৃ গর্ভে ছিলেন। এবং তার পিতা মারা গিয়েছিলেন, অর্জুনের পুত্র, অভিমন্যু। তিনি ১৬ বছরের ছিলেন। ভাগ্যক্রমে তার স্ত্রী গর্ভবতী ছিলেন। অন্যথায় কুরু বংশ সমাপ্ত হয়েছিল। তাই, তিনি ধমক দিয়ে বললেন, "তবুও আপনি এখানে বসে আছেন শুধু কুকুরের মত খাবারের জন্য। হে আমার প্রিয় ভ্রাতা, আপনার কোন লজ্জা নেই। " তাই তিনি এটিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছিলেন, "হ্যাঁ, হ্যাঁ আমার প্রিয় ভাই, তুমি ঠিকই বলছ। "তাহলে কি, তুমি আমাকে কি করাতে চাও?" "আপনি, এক্ষুনি বেরিয়ে আসুন।" "অবিলম্বে বেরিয়ে আসুন। এবং বনে চলে যান।" তাই তিনি রাজি হলেন, তিনি সেখানে গেলেন। তাই মহারাজ যুধিষ্ঠির সকালে সবার আগে আসতেন, স্নান করার পর, পূজা করার পর, কারণ প্রথম কর্তব্য ছিল যাওয়া এবং সেই বৃদ্ধদের দেখা: "আমার প্রিয় জ্যাঠামশায়, আপনারা সবাই স্বাচ্ছন্দ্যে আছেন? সব ঠিক আছে তো?" এবং তাঁকে খুশি করার জন্য কিছু সময় কথা বলতেন। পরিবারের সদস্যদের জন্য এটি কর্তব্য - শিশুদের যত্ন নেয়া, বৃদ্ধদের যত্ন নেয়া, এমনকি বাড়ির একটি টিকটিকি, বাড়ির একটি সাপের যত্ন নেয়া। এই আদেশ আমরা শ্রীমদ্ভাগবতে পাই, গৃহস্থ, তিনি কতটা দায়িত্ববান। সেখানে বলা আছে, এমনকি যদি একটি সাপও থাকে... কেউ সাপের যত্ন নিতে চায় না। প্রত্যেকেই হত্যা করতে চায়, এবং সাপকে হত্যা করার জন্য কেউ দুঃখিত নয়। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে, মোদেত সাধুরপি বৃশ্চিকসর্পহত্যা (ভাগবত ৭.৯.১৪) তিনি বলেছিলেন যে, "আমার পিতা ছিলেন সর্প, বৃশ্চিক, বিচ্ছু। সুতরাং সাপ বা বিচ্ছু হত্যা করে কেউ অসুখী নয়। তাই আমার প্রভু, আপনি রাগ করবেন না। এখন সবকিছু শেষ, আমার বাবা শেষ। " সুতরাং, এই ছিল অবস্থা। কিন্তু তবুও শাস্ত্র বলে যে এমনকি আপনার বাড়িতেও যদি সাপ থাকে, দেখুন যে সে যেন খাবার ছাড়া অনাহারে না থাকে। এটিই পারমার্থিক সাম্যবাদ। তারা এখন সাম্যবাদের পেছনে পড়ে আছে, কিন্তু তারা জানে না সাম্যবাদ কি। সবার যত্ন করতে হবে। সেটাই সাম্যবাদ, প্রকৃত সাম্যবাদ। কেউ যেন অনাহারে না থাকে। দেশে কারো কোন অভাব থাকা চলবে না। সেটাই সাম্যবাদ।