BN/Prabhupada 1005 - কৃষ্ণভাবনা ছাড়া, আপনার কেবল আজেবাজে ইচ্ছা হবে: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 10: Line 10:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Hindi|HI/Prabhupada 1004 - बिल्लियों और कुत्तों की तरह काम करते रहना और मर जाना , वो समझदारी नहीं है|1004|HI/Prabhupada 1006 - हम जाति व्यवस्था अारम्भ नहीं कर रहे हैं|1006}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 1004 - কৃুকুর বেড়ালের মতো খেটে খেটে মরাটা কোন বুদ্ধিমত্তা নয়|1004|BN/Prabhupada 1006 - আমরা বর্ণপ্রথা চালু করিনি|1006}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 38: Line 38:
স্যান্ডী নিক্সন: অনেক আধ্যাত্মিক পথের লক্ষ্য হল, আপনার ভিতরের গুরুকে খোঁজা।  
স্যান্ডী নিক্সন: অনেক আধ্যাত্মিক পথের লক্ষ্য হল, আপনার ভিতরের গুরুকে খোঁজা।  


প্রাভুপাদঃ নিজের ভিতর? স্যান্ডি নিক্সনঃ নিজের ভিতরের গুরুকে, এটি ওর থেকে আলাদা ...?  
প্রভুপাদঃ নিজের ভিতর?  
 
স্যান্ডি নিক্সনঃ নিজের ভিতরের গুরুকে, এটি ওর থেকে আলাদা ...?  


প্রভুপাদঃ কে বলল এটা, নিজের ভিতরের গুরুকে খুঁজতে হবে?  
প্রভুপাদঃ কে বলল এটা, নিজের ভিতরের গুরুকে খুঁজতে হবে?  
Line 56: Line 58:
গুরুদাসঃ তিনি "কোন বইয়ের প্রয়োজন নেই" সম্পর্কে একটি বই লিখেছেন। (হাসি)  
গুরুদাসঃ তিনি "কোন বইয়ের প্রয়োজন নেই" সম্পর্কে একটি বই লিখেছেন। (হাসি)  


প্রভুপাদঃ তাই আপনি জানতে পারবেন তারা কতটা ধুর্ত ব্যাক্তি। তা নয় কি? আপনারা স্বীকার করেন কি না? তিনি নিজে বই লিখেছেন আর বলছেন, "বইয়ের কোন প্রয়োজন নেই।" তিনি শিক্ষা দিতে এসেছেন, এবং তিনি বলেন, "শিক্ষকের প্রয়োজন নেই। শিক্ষক ভিতরে আছে। "তিনি কি ধুর্ত নয়?  
প্রভুপাদঃ তাই আপনি জানতে পারবেন তারা কতটা বদমাশ । তাই নয় কি? আপনারা স্বীকার করেন কি না? তিনি নিজে বই লিখেছেন আর বলছেন, "বইয়ের কোন প্রয়োজন নেই।" তিনি শিক্ষা দিতে এসেছেন, এবং তিনি বলেন, "শিক্ষকের প্রয়োজন নেই। শিক্ষক ভিতরে আছে। "সে কি বদমাশ নয়?  


স্যান্ডী নিক্সনঃ আচ্ছা, তারা বলে ... ঐসব মানুষ ...  
স্যান্ডী নিক্সনঃ আচ্ছা, তারা বলে ... ঐসব মানুষ ...  


প্রভুপাদঃ না, প্রথমে আমার প্রশ্নের উত্তর দিন। যদি তিনি বিরোধী কথা বলেন, তবে কি তিনি ধূর্ত নন?  
প্রভুপাদঃ না, প্রথমে আমার প্রশ্নের উত্তর দিন। যদি তিনি বিরোধী কথা বলেন, তবে কি তিনি বদমাশ নন?  


স্যান্ডী নিক্সন: আচ্ছা, সে নিজেই বিপরীত কথা বলছে।  
স্যান্ডী নিক্সন: আচ্ছা, সে নিজেই বিপরীত কথা বলছে।  


প্রভুপাদঃ তাই তিনি একজন ধুর্ত। তিনি তাঁর চিন্তাধারার বিরুদ্ধে তর্ক করতে পারেন না।  
প্রভুপাদঃ তাই তিনি একজন বদমাশ। তিনি তাঁর চিন্তাধারার বিরুদ্ধে তর্ক করতে পারেন না।  


স্যান্ডী নিক্সনঃ বেদ কি একটি অর্থপূর্ণ ভাবে এবং উভয় উপায়ে ব্যাখ্যা করা যেতে পারে?  
স্যান্ডী নিক্সনঃ বেদ কি একটি অর্থপূর্ণ ভাবে এবং উভয় উপায়ে ব্যাখ্যা করা যেতে পারে?  

Latest revision as of 07:03, 31 August 2021



750713 - Conversation B - Philadelphia

স্যান্ডী নিক্সনঃ ঠিক আছে। এই প্রশ্ন জিজ্ঞাসা করা আমার জন্য একটু কঠিন, কারণ এটি আমার অজ্ঞনতা প্রাকাশ করার মতন। কিন্তু আমি এটা অজ্ঞনতায় জিজ্ঞাসা করছি না। আমি টেপে আপনার উত্তর চাই , ঠিক আছে? শেষ পর্যন্ত, কৃষ্ণভাবনা অর্জনের ইচ্ছা সহ সমস্ত ইচ্ছা্র অস্তিত্ব শেষ হয়ে যাবে?

প্রভুপাদঃ কৃষ্ণভাবনা ছাড়া, আপনার সমস্ত চিন্তা নিরর্থক। এবং যখন আপনি কৃষ্ণ ভাবনায় থাকবেন, তাহলে আপনার ইচ্ছা সঠিক এবং সার্থক হবে।

স্যান্ডী নিক্সন: অনেক আধ্যাত্মিক পথের লক্ষ্য হল, আপনার ভিতরের গুরুকে খোঁজা।

প্রভুপাদঃ নিজের ভিতর?

স্যান্ডি নিক্সনঃ নিজের ভিতরের গুরুকে, এটি ওর থেকে আলাদা ...?

প্রভুপাদঃ কে বলল এটা, নিজের ভিতরের গুরুকে খুঁজতে হবে?

স্যান্ডী নিক্সনঃ উম...

জয়তীর্থঃ কিরপল সিং, তিনি বলছেন

স্যান্ডী নিক্সনঃ আমাকে ক্ষমা করবেন?

জয়তীর্থঃ কিরপাল সিং, তিনি সেই ব্যক্তি যিনি বলছেন।

গুরুদাসঃ কৃষ্ণমূর্তিও তাই বলেছেন।

প্রভুপাদঃ তাহলে কেন সে শেখাচ্ছে? (হাসি) এই মুর্খ, কেন আসে সে শেখাতে? এই উত্তর। এইরকম কথা ধূর্তরা বলে থাকে। তিনি শেখাতে এসেছেন এবং তিনি বলছেন, "নিজের ভিতরের গুরু খুঁজে বের করুন।" তাহলে তোমার কি প্রয়োজন শেখানোর? কারণ জনগণ তো বুদ্ধিমান নয়, তারা তাকে ধরতে পারবে না। তিনি সব আজেবাজে কথা বলেন, এবং তারা শোনে এই সব।

গুরুদাসঃ তিনি "কোন বইয়ের প্রয়োজন নেই" সম্পর্কে একটি বই লিখেছেন। (হাসি)

প্রভুপাদঃ তাই আপনি জানতে পারবেন তারা কতটা বদমাশ । তাই নয় কি? আপনারা স্বীকার করেন কি না? তিনি নিজে বই লিখেছেন আর বলছেন, "বইয়ের কোন প্রয়োজন নেই।" তিনি শিক্ষা দিতে এসেছেন, এবং তিনি বলেন, "শিক্ষকের প্রয়োজন নেই। শিক্ষক ভিতরে আছে। "সে কি বদমাশ নয়?

স্যান্ডী নিক্সনঃ আচ্ছা, তারা বলে ... ঐসব মানুষ ...

প্রভুপাদঃ না, প্রথমে আমার প্রশ্নের উত্তর দিন। যদি তিনি বিরোধী কথা বলেন, তবে কি তিনি বদমাশ নন?

স্যান্ডী নিক্সন: আচ্ছা, সে নিজেই বিপরীত কথা বলছে।

প্রভুপাদঃ তাই তিনি একজন বদমাশ। তিনি তাঁর চিন্তাধারার বিরুদ্ধে তর্ক করতে পারেন না।

স্যান্ডী নিক্সনঃ বেদ কি একটি অর্থপূর্ণ ভাবে এবং উভয় উপায়ে ব্যাখ্যা করা যেতে পারে?

প্রভুপাদঃ যথাযথ। আমরা ভগবদ-গীতাকে যথাযথ উপস্থাপন করছি, কোন কাল্পনিক গৌন রূপে নয়।