BN/660918 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যেহেতু আমরা দুর্বল আর বহিরঙ্গা শক্তি খুব শক্তিশালী, গতিকে আধ্যাত্মিক জীবন গ্রহণের অর্থ হচ্ছে কম বেশী বহিরঙ্গা শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। বহিরঙ্গা মায়া শক্তি এই বদ্ধ জীবকে যত বেশী সম্ভব দমন করার চেষ্টা করছে। আর বদ্ধ জীব যখন আধ্যাত্মিক জ্ঞানোন্নতির মাদ্ধমে মায়ার খপ্পর থেকে বের হতে চায় তখন সে (মায়া) আরো কঠোর হয়। হ্যাঁ। মায়াশক্তি পরীক্ষা নেয়, " এই ব্যক্তিটি কতটুকু খাঁটি?"। সুতরাং মায়া কর্তৃক অনেক প্রলোভন থাকবে।"
660918 - প্রবচন BG 06.40-43 - নিউ ইয়র্ক