BN/661002 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যখনই কোনো আলোকপাত হয় , সেই আলোটিও হচ্ছেন কৃষ্ণ। মূল প্রকাশটি হচ্ছে ব্রহ্মজ্যোতি থেকে। যা চিন্ময় জগৎ এ আছে। জড় আকাশটি আচ্ছাদিত হয়ে আছে, যার জন্য এর প্রকৃতি হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। এখন রাতের বেলা আমরা এই জড় জগতের প্রকৃত অবস্থা উপলব্ধি করতে পারি - এটা পুরোটা অন্ধকারাচ্ছন্ন। এই জগৎকে কৃত্তিমভাবে সূর্য, চন্দ্র, বিদ্যুতের দ্বারা প্রকাশিত করা হয়। আর এই প্রকাশ হচ্ছেন ভগবান।" |
661002 - প্রবচন BG 07.08-14 - নিউ ইয়র্ক |