"ভগবদ্গীতায় ভগবান বলেছেন,(শ্রীমদ্ভগবদ্গীতা ৯.৪) ময়া ততমিদং সর্বং জগদব্যক্তমূর্তিনা: "আমি আমার অব্যক্ত রূপের মাধ্যমে সমগ্র সৃষ্টির মধ্যে ব্যপৃত হয়ে আছি," ময়ৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষ্ববস্থিতঃ: "সবকিছু আমার মধ্যে নিহিত রয়েছে, কিন্তু আমি তাতে নেই।" পশ্য মে যোগমৈশ্বরম্ (শ্রীমদ্ভগবদ্গীতা ৯.৫)। এই যুগপৎ ভিন্ন এবং অভিন্ন দর্শনটি শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক গৃহীত হয়েছে; মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্থি ধনঞ্জয় (শ্রীমদ্ভগবদ্গীতা ৭.৭)। কিন্তু দুই হাতে বংশী ধারণকৃত ভগবান শ্রীকৃষ্ণের এই যে রূপ, এর ঊর্ধ্বে আর কিছু নেই। সুতরাং একজনকে এই মূল বিষয়টিতে আসতে হবে।"
|