"সুতরাং যদিও এইরকম বুদ্ধিমত্তা ও জ্ঞান তাদের নেই, তথাপি তারা খুব গর্বিত। যদি আমরা প্রকৃতপক্ষে চাই..কারণ এই জিনিষগুলি হচ্ছে ভগবানের দান, যেমন জ্ঞান, এই সম্বন্ধে এখানে বর্ণনা রয়েছে বুদ্ধি জ্ঞানম্ অসম্মোহ (শ্রীমদ্ভগবদ গীতা ১০.৪ )। এই সমস্ত কিছু হচ্ছে ভগবানের দেওয়া উপহার। সুতরাং আমাদের উচিত এগুলির সদ্ব্যবহার করা। পরমেশ্বর প্রদত্ত উপহারগুলির সদ্ব্যবহার করার জন্যই এই মনুষ্য জীবন বিকশিত হয়েছে। ভগবান আমাদের উত্তম খাদ্যদ্রব্য দিয়েছেন; তিনি আমাদের বুদ্ধি দিয়েছেন; জ্ঞান দিয়েছেন; আর তিনি আমাদের জ্ঞান আহরণের পুস্তকও দিয়েছেন। ব্যক্তিগত ভাবে তিনি আমাদের এই ভগবদ্গীতা বলছেন। তো তোমরা কেন এর সদ্ব্যবহার করছো না? যদি আমরা এর ব্যবহার করি, তাহলে আমরা নিজেদের আর্য বা মানুষ হয়ে ওঠার গর্ববোধ করতে পারি।"
|