BN/680620b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ঠিক যেমন পূর্বজীবনের কতকিছু আমাদের মনে আছে। সব রেকর্ড থাকে। আসলে সব রেকর্ড করা থাকে। এই টেলিভশন কোথা থেকে পাচ্ছো তোমরা? কারণ এটা আকাশে রেকর্ড করা আছে। এটা কেবল স্থানান্তরিত হয়। সমস্ত কিছু রেকর্ড করা আছে। কিন্তু আমরা আমাদের শারীরিক অবস্থাও এতো অধঃপতিত করে ফেলেছি যে আমরা রেকর্ড করা জিনিসটাও উৎপাদন করতে পারছিনা। সুতরাং আমরা নিজেদের বোকা, আরো বোকা, সবচেয়ে বোকা তৈরী করছি। যেমনটা স্যার বার্নার্ড সাও, তিনিও বলেছেন, "তুমি যা খাও, তুমি তাই হও"। তো খাওয়ার পদ্ধতির দ্বারা আমরা আমাদের মস্তিস্ককে বোকা বানাচ্ছি। সুতরাং ভালো খাওয়া, ভালো কথা, ভালো চিন্তা, ভালো ব্যবহার দরকার। তাহলে আমাদের মস্তিস্ক তীক্ন হবে। এর জন্য প্রশিক্ষণের দরকার ।"
৬৮০৬২০ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০৪.২৫ - মন্ট্রিয়াল |
৬৮০৬২০ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০৪.২৫ - মন্ট্রিয়াল |