BN/680710b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো এই আস্থা বা কৃষ্ণভানমৃতর স্তরে আসবার জন্য, প্রশিক্ষণ আছে। এই প্রশিক্ষণকে বলে বিধিমার্গ, নিয়মাবলী, নিয়ম মেনে চলা। সুতরাং এই সম্পূর্ণ বর্নাশ্রমে, বৈদিক পন্থায়ে, বিভিন্ন জাত- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বনপ্রস্থ, সন্যাস- এগুলো খুব বৈজ্ঞানিক ভাবে নির্মিত একজনকে নির্ভয়, অভয় প্রদান করবার জন্যে, আর কোন ভয় নেই- সম্পূর্ণ আস্থা। সুতরাং বিপ্র মানে ব্রাহ্মণ হওয়ার পূর্বের স্তর।"
|
৬৮০৭১০ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৯.১০ - মন্ট্রিয়াল |