" বহূনাং জন্মনাম, বহু বহু জন্মের পরে, যদি তারা বাস্তবিক ভক্তের সাথে সাক্ষাৎ লাভ করার সৌভাগ্যবান হন, তবে সে আলোকিত হবে। এবং বাসুদেবঃ সর্বম ইতি (শ্রীমদ্ভগবদ্গীতা ৭/১৯), তিনি তখন বাসুদেব, শ্রীকৃষ্ণকে সবকিছু বলে গ্রহণ করেন।" স মহাত্মা সুদুর্লভঃ: এই ধরনের মহান আত্মা খুবই দুর্লভ।" সুতরাং এখানে হরে কৃষ্ণ জপ করে সরাসরি মহান আত্মার সেই পদ পাওয়ার সুযোগ রয়েছে। তাই এটি খুবই বৈজ্ঞানিক। যে কেউ এই আন্দোলনকে বৈজ্ঞানিক, দার্শনিক, যৌক্তিকভাবে বুঝতে চায় তার কাছে আমরা এই সূত্রটি উপস্থাপন করতে পারি। এই আন্দোলনে এই সমস্ত কিছুর অভাব নেই। "
|