BN/680924 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্ল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এই ভগবদ্গীতা মানব সমাজের সকলেই অধ্যায়ন করে,কেবল মাত্র ভারতেই নয়, কিন্তু ভারতের বাইরেও, অনেক অনেক আগে থেকে। কিন্তু দুর্ভাগ্যবশত জড়বস্তুর সংস্পর্শে আসবার ফলে সবকিছুর অধ্যপতন হয়েছে, সেভাবেই অনেক ব্যক্তি এই ভগবদ্গীতার বিভিন্ন ভাবে বিকৃত অনুবাদ করা শুরু করেছে। তাই প্রায় পাঁচশো বছর আগে, শ্রী চৈতন্য মহাপ্রভু আভির্ভূত হয়েছেন, এবং তার নিজের তত্ববধানে বাংলায় এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন শুরু করেছিলেন। তার জন্মস্থানকে নবদ্বীপ বলা হয়। এখন, তিনি সমগ্র ভারতবাসীকে এই কৃষ্ণভাবনামৃতের উপদেশ সারাবিশ্বে বিতরণ করবার আদেশ দিয়েছেন, প্রতিটি গ্রামে, প্রতি নগরে। এটি তার নির্দেশ।
৬৮০৯২৪ - রেকর্ডেড ইন্টারভিউ - সিয়াট্ল |
৬৮০৯২৪ - রেকর্ডেড ইন্টারভিউ - সিয়াট্ল |