BN/680924b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্ল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আসলে এখানে কোন বিরোধ নেই। বিরোধ হলো তাদের মধ্যে যারা অধার্মিক এবং যারা ভগবানে বিশ্বাস করে না। সেখানে বিরোধ আছে। পূর্ব এবং পশ্চিমের মধ্যে কোন বিরোধ নেই; বিরোধ হল নাস্তিক এবং আস্তিকদের মধ্যে। আমরা কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছি , এরকম নয় যে আমরা কিছুকে প্রতিস্থাপিত করবার চেষ্টা করছি ভারতীয় বা খ্রীষ্টান বা যিহু পদ্ধতি দিয়ে। আমাদের নীতি সেটা নয়। এটা একদিক দিয়ে, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হলো সমস্ত ধর্মের স্নাতকোত্তর শিক্ষা। ধর্মের পদ্ধতি কি ? ভগবানের কর্তৃপক্ষ শিকার করা। " |
৬৮০৯২৪ - রেকর্ডেড সাক্ষাৎকার - সিয়াট্ল |