"যতক্ষণ তুমি তোমার ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার চেষ্টা করো, সেটা তোমার জড় জাগতিক জীবন। এবং যখনি তুমি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়গুলি সন্তুষ্ট করার জন্য নিজেকে পরিণত করো, সেটি তোমার আধ্যাত্মিক জীবন। এটা খুবই সহজ বিষয়। সন্তুষ্ট করার পরিবর্তে ... ঋষিকেশ ঋষিকেন সেবনম্ (শ্রীচৈতন্য চরিতামৃত মধ্য ৯/১৭০)। তা হল ভক্তি। তোমার ইন্দ্রিয় রয়েছে। তোমাকে সন্তুষ্ট করতে হবে। ইন্দ্রিয়, ইন্দ্রিয় দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে হবে। হয় তুমি নিজেকে সন্তুষ্ট করো ... কিন্তু তুমি জানো না। বদ্ধ জীব জানে না যে শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়গুলি সন্তুষ্ট করে, তার ইন্দ্রিয়গুলি স্বয়ংক্রিয়ভাবে সন্তুষ্ট হবে। একই উদাহরণ: ঠিক যেমন মূলে জল দেওয়া ... অথবা এই আঙ্গুলগুলি, আমার শরীরের অপরিহার্য অংশ, পেটকে খাদ্যসামগ্রী দেওয়া হলে, স্বয়ংক্রিয়ভাবে আঙ্গুলগুলি সন্তুষ্ট হবে। এই রহস্য আমাদের মধ্যে অনুপস্থিত। আমরা ভাবছি আমাদের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার চেষ্টা করে আমরা খুশি হব। কৃষ্ণ ভাবনাময় অর্থাৎ তোমার ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার চেষ্টা করবে না, তুমি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার চেষ্টা করো; স্বয়ংক্রিয়ভাবে তোমার ইন্দ্রিয় সন্তুষ্ট হবে। এটাই হলো কৃষ্ণ ভাবনাময়ের রহস্য। "
|