BN/681018 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্ল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমরা গোবিন্দের পূজা করছি, প্রথম পুরুষ। তো এই আওয়াজ, গোবিন্দম আদি পুরুষম তম আহোম ভজামি, তার কাছে পৌঁছেছে। তিনি শুনছেন। তুমি বলতে পারবেনাযে তিনি শুনছে না। তুমি বলতে পারবে? না। বিশেষ ভাবে এই বিজ্ঞানের যুগে, যখন টেলিভিশন, রেডিও বার্তা হাজার হাজার মাইল দূরে পৌঁছে যাচ্ছে, এবং তুমি শুনতে পারছ, এখন কেন তুমি? তাহলে শ্রী কৃষ্ণ কেন তোমার প্রার্থনা শুনতে পারবেননা, আন্তরিক প্রার্থনা? কি করে তুমি তা বলতে পারো? কেউ তা অস্বীকার করতে পারবে না।" |
৬৮১০১৮ - প্রবচন - সিয়াট্ল |