"সুতরাং এই যুগে জীবনের সময়কাল খুবই অনিশ্চিত। যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। কিন্তু এই জীবন, জীবনের এই মানবিক রূপ, একটি মহৎ লাভের জন্য। সেটা কি? আমাদের জীবনের দুর্দশাগ্রস্ত অবস্থার স্থায়ী সমাধান বের করা। এতে ... যতদিন আমরা এই জড় জাগতিক রূপে, এই দেহে আছি, আমাদের এক দেহ থেকে অন্য দেহে, এক শরীর থেকে অন্য শরীর পরিবর্তন করতে। জন্মমৃত্যুজরাব্যাধি (শ্রীমদ্ভগবদ্গীতা ১৩/৮-১২)। বারবার জন্ম, বারবার মৃত্যু। আত্মা অমর, চিরন্তন, কিন্তু পরিবর্তনশীল, ঠিক যেমন তুমি পোশাক পরিবর্তন করছো। সুতরাং এই সমস্যাটি তারা গণনায় নেয় না, তবে এটি একটি সমস্যা। "
|