BN/681020b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্ল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো হরা, হরা শব্দের একটি রূপ, এখানে হরা শব্দটি ব্যবহার করা হচ্ছে, যখন তাকে সম্বোধন করছি। এবং কৃষ্ণ, যখন তাকে সম্বোধন করা হচ্ছে, রূপের কোনো পরিবর্তন করা হচ্ছেনা। এটা ব্যাকরণের পরিবর্তন হচ্ছেনা। সুতরাং হরে কৃষ্ণ মানে, 'হে, শ্রীকৃষ্ণের শক্তি, বা ভগবানের শক্তি' এবং শ্রীকৃষ্ণ, 'ভগবান'। তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মানে শুধু ভগবানকে নয়, কিন্তু তার শক্তিও।" |
৬৮১০২০ - কথোপকথন - সিয়াট্ল |