"এই সেবা করবার পদ্ধতি সব জায়গায় চলছে। কেউ পূর্ণ নয় যে সে কারোর সেবা করছে না। এটা সম্ভব নয়। আমি বারংবার বুঝিয়েছি যে কারোর যদি সেবার করবার প্রভু না থাকে, তাহলে সে বেড়াল বা কুকুর কে প্রভু বলে সেবা করে। নাম হয়তো 'পোষা কুকুর' কিন্তু তাও সেটা সেবা। মা সন্তানের সেবা করে। যার সন্তান নেই সে বেড়াল কেই সন্তান ভেবে তার যত্ন নেয়। সুতরাং সেবার এই মনোভাব সব জায়গায় আছে। কিন্তু সেবার সর্বোচ্চ পূর্ণতা হলো যখন আমরা পরমেশ্বর ভগবানের সেবা করতে শিখবো। তাকে ভক্তি বলে। এবং সেই ভগবানের সেবা, ভক্তি, তা অহেতুকী। ঠিক যেমন আমাদের ছোট কিছু উদাহরণ আছে। একজন মা তার সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে।"
|