"যেই মুহূর্তে আমরা এই ভক্তসঙ্গ ত্যাগ করবো, তৎক্ষণাৎ মায়া আমাকে জাপ্টে ধরবে। তখনি। মায়া আমার পাশেই আছে। যখনি আমরা এই সঙ্গ ত্যাগ করি, মায়া বলে, "এসো আমার সঙ্গ করো"। কোনো সঙ্গ ছাড়া, কেউ থাকতে পারেনা। তা সম্ভব নয়। তাকে মায়া বা শ্রীকৃষ্ণের সাথে সঙ্গ করতে হবে। সুতরাং সকলকে আন্তরিক থাকা উচিত কি করে ভক্ত সঙ্গে থাকতে হয়, শ্রীকৃষ্ণের সাথে। শ্রীকৃষ্ণ মানে যখন আমরা শ্রীকৃষ্ণের কথা বলি, "কৃষ্ণ" মানে শ্রীকৃষ্ণ এবং তার ভক্ত। শ্রীকৃষ্ণ কখনো এক থাকেননা। শ্রীকৃষ্ণ রাধারাণীর সাথে থাকেন, রাধারানী গোপীদের সাথে, শ্রীকৃষ্ণ গোপবালকদের সাথে। আমরা মায়াবাদী নই। আমরা শ্রীকৃষ্ণকে এক দেখিনা। তেমনি, শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ এবং তার ভক্ত। কৃষ্ণভাবনামৃত মানে শ্রীকৃষ্ণের ভক্তদের সঙ্গ করা।"
|