BN/690310 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাওয়াই
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমরা ভগবানকে সন্তুষ্ট করতে চাই। এটা আমাদের কৃষ্ণভাবনামৃত মানে আমাদের জীবন শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিত। সুতরাং প্রহ্লাদ মহারাজ বলছেন জাগতিক বস্তু ভগবানকে সন্তুষ্ট করবেননা। কেবল ভক্তি। "যেহেতু আমায় ভগবানের সেবায় নিয়োজিত করা হয়েছে, তার মানে আমার কোন জাগতিক সম্পদ নেই।" সেটাও বিস্তারে বলা হবে। তার পিতার জাগতিক সম্পদ ছিল, কিন্তু তা কয়েক মুহূর্তে শেষ হয় গেছিল। সুতরাং জাগতিক সম্পদের আধ্যাত্মিক প্রগতির জন্য কোন মূল্য নেই।"
|
৬৯০৩১০ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৯.০৮-১০ - হাওয়াই |