"যদি তুমি তোমার চেতনাকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণে নিমগ্ন করো, যদি তুমি বুঝতে পারো যে, শ্রীকৃষ্ণ কে, তোমার সম্পর্ক কি, সেই সম্পর্কের মধ্যে তোমায় কীভাবে কাজ করতে হবে, কেবল যদি তুমি এই জীবনে এই বিজ্ঞান শিখেনাও, তাহলে এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, দ্বারা শ্রীমদ্ভগবদ্গীতায়, আশ্বস্ত, ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি কৌন্তেয় (শ্রীমদ্ভগবদ্গীতা ৪/৯)। "এই দেহ ত্যাগ করার পর, কেউ আবার ৮,৪০০০,০০০ প্রজাতির দেহের একটিকে গ্রহণ করতে এই জড় জগতে ফিরে আসে না, কিন্তু সে সরাসরি আমার কাছে আসে।" যদ্ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম (শ্রীমদ্ভগবদ্গীতা ১৫/৬)। "এবং যদি কেউ সেখানে ফিরে যেতে পারে, তবে সে এই জড় দেহ গ্রহণ করার জন্য এই জড় জগতে আর ফিরে আসে না।" এবং জড় দেহ মানে তিন ধরনের দুর্ভোগ, ত্রিতাপ, সর্বদা। এবং কমপক্ষে জন্ম, মৃত্যু, বার্ধক্য এবং রোগ নামে চার ধরনের যন্ত্রণায় ত্রিতাপ প্রদর্শিত হয়। "
|