BN/690506b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তাই নারীদের রক্ষণাবেক্ষণ করাটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। মনু-সংহিতার উপদেশ অনুযায়ী, বৈদিক নিয়মে মেয়েদের কোন স্বাধীনতা নেই। তাকে অবশ্যই কারোর না কারও তত্ত্বাবধানে থাকতে হবে। জীবনের প্রথম দিকে পিতার অধীনে আর মধ্য বয়সে স্বামীর অধীনে। একজন ভাল স্বামীকে তার স্ত্রীর দেখভাল করতে হবে। এবং যখন সে বৃদ্ধাবস্থায়, তখন উপযুক্ত পুত্রের অধীনে থাকবে। স্ত্রীলোকদের কখনই স্বাধীনভাবে থাকার অনুমতি দেয়া হয় নি। সেইটি হচ্ছে বৈদিক জীবনধারার নীতি। প্রকৃতপক্ষে স্ত্রীলোকেরা হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল ধরণের। তাই তাদের ভাল পিতা, ভাল পতি এবং ভাল পুত্রের দ্বারা সংরক্ষিত হওয়া প্রয়োজন।"
৬৯০৫০৬ - বিবাহকালীন প্রবচন - বোস্টন