"যখন কোন ব্যক্তি এই জড়জগতে তার দুঃখ কষ্ট বুঝতে পারে না , তখন তার জীবন হলো পশুর জীবন। সে জানে সে কষ্ট পাচ্ছে , কিন্তু সে তার কষ্টকে কোন অসার বস্তু দিয়ে ঢাকবার চেষ্টা করছে: বিস্মৃত হয়ে, মদ্দ পান করে , নেশা ভান করে , এই দিয়ে, ওই দিয়ে। সে তার দুঃখ কষ্টের ব্যাপারে সতেজ কিন্তু সে অসার পদ্ধতি দিয়ে ঢাকবার চেষ্টা করে। ঠিক একটি খরগোসের মতন। একটি খরগোশ যখন সে একটি হিংস্র পশুর মুখোমুখি হয়ে , খরগোশটি তার চোখ বন্ধ করে নেয়ে ;এবং ভাবে যে সে সুরক্ষিত আছে । ঠিক একই রকম ভাবে কৃত্রিম পদ্ধতিগুলির দ্বারা আমাদের দুঃখ কষ্টকে ঢাকা দেওয়ার চেষ্টা করলে , সেটা কোন সমস্যার সমাধান নয়। সেটা হলো অবিদ্যা। এই দুঃখ কষ্ট সমাধান করা যাবে শুধুমাত্র আধ্যাত্মিক জীবনের এবং আধ্যাত্মিক আনন্দের দিব্য জ্ঞানের দ্বারা। "
|