"তো শ্রীকৃষ্ণের নাম এবং তিনি শ্রীকৃষ্ণ অভিন্ন। তাই, যেই মুহূর্তে আমার জিহ্বা শ্রীকৃষ্ণের দিব্য নাম ছোঁবে, তার মানে সে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে করছে। সুতরাং, তুমি যদি সর্বদা শ্রীকৃষ্ণের নামের মন্ত্রের সাথে সঙ্গে করো, হরে কৃষ্ণ, তাহলে চিন্তা করো এই পদ্ধতির দ্বারা তোমার শুদ্ধি করণ হয়ে যাবে, কেবল জপের মাধ্যমে, জিহবাদাউ, জিহ্বা কে জপে নিয়োজিত করা। এবং তোমার জিহ্বা সুস্বাদু খাদ্য খেতে চায়। তো শ্রীকৃষ্ণ খুব কৃপালু। সে তোমাকে সয় সয় হাজার হাজারো সুস্বাদু খাওয়ার, তার উচ্ছিষ্ট দিয়েছেন। তুমি খাও। এইভাবে তুমি যদি মনস্থির করো, 'আমি আমার জিহ্বা কিছু কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছু খেতে দেবোনা এবং আমার জিহ্বা সর্বদা হরে কৃষ্ণ জপ করতে নিয়োজিত করবো, তাহলে সব সফলতা তোমার হাতে।"
|