BN/690905 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাম্বুর্গ
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"গুরুদেব কোনো নতুন সৃষ্টি নন। এটা কেবল গুরুদেবের আদেশ পালন করা। আমরা শিষ্যরা যারা খুব অভিভূত বোধ করছে, আমিও অভিভূত বোধ করছি কারণ তারা আমাকে প্রচারে সহযোগিতা করছে। একই সাথে, আমি তাদের সকলকে গুরু হওয়ার জন্য অনুরোধ করছি। তোমরা প্রত্যেকেই আগামী দিনে গুরু হও। আর কি কর্তব্য? আমার থেকে যা শুনছ, আমার থেকে যা শিখছ, তোমাকে একই জিনিস কোনো যোগ বিয়োগ ছাড়া অন্যদের শেখাতে হবে। তাহলে তোমরা সবাই গুরু হবে। এভাবে গুরু হওয়া যায়। গুরু হওয়া খুব দারুণ কিছু নয়। একজনকে কেবল খুব আন্তরিক আত্মা হতে হবে। ব্যাস।" |
৬৯০৯০৫ - প্রবচন আবির্ভাব তিথি মহোৎসব, শ্রীব্যাসপুজো- হাম্বুর্গ |