BN/690908b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাম্বুর্গ
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"মায়া তো আছে। তাই জন্য শ্রী কৃষ্ণ বলেছেন যে, 'মায়া খুবই শক্তিশালী'। কিন্তু যদি তুমি শ্রী কৃষ্ণ কে জাপটে ধরো খুব খুবই শক্ত করে , তালে মায়া কিছু করতে পারবে না। যদি তোমাকে জপ করতে কিছু বাধা দেয়, তালে তোমার আরো চিৎকার করে জপ করা উচিত: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। তালে তুমি মায়াকে পরাজিত পারবে। অন্তত আমি তো তাই করি। যখন আমি কোনো বিপদে থাকি। আমি হরে কৃষ্ণ খুব চিৎকার করে জপ করি : হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে (হাস্য) / হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। এটাই সব। শ্রীপাদ ভক্তি ভক্তি বিনোদ ঠাকুর একটা গান আছে : যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলে যখন ও নাম গাই(গীতাবলী থেকে। তিনি বললেন, 'যেই মুহূর্তে আমি এই হরে কৃষ্ণ নাম জপ করি , সেই মুহূর্তে আমি সব বিপদ থেকে মুক্ত হয়ে যাই।' "
|
৬৯০৯০৮ - কথোপকথন - হ্যামবুর্গ |