"বিষ্ণুদূত বললেনঃ ‘এমন কি কেউ যদি বহু পাপকর্মও করে থাকে, যদি সে একবারও ভগবান নারায়ণের পবিত্র নাম উচ্চারণ করে, তার ফলে সে তৎক্ষণাৎ মুক্ত হয়ে যাবে। এটি বাস্তব সত্য। এটি কোন অতিরঞ্জন নয়। একজন পাপিষ্ঠ ব্যক্তি যদি কোনও না কোনভাবে এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন করে, তাহলে সে তৎক্ষণাৎ সমস্ত পাপের ফল থেকে মুক্তি লাভ করে। কিন্তু সমস্যাটি হচ্ছে যে, সে আবারও পাপ করে। সেইটি হচ্ছে নামাপরাধ। দশ ধরণের অপরাধ রয়েছে। তার মধ্যে এইটিই সবচাইতে গর্হিত যে, হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা সমস্ত পাপকর্মের প্রতিক্রিয়া থেকে মুক্তিলাভের পর আবারও সেই একই পাপে লিপ্ত হওয়া। এটি অত্যন্ত গর্হিত অপরাধমূলক কার্যকলাপ। সাধারণ লোকেদের জন্য হয়তো এটি অতটা মারাত্মক নয়, কিন্তু যেই ব্যক্তি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করছে, সে যদি এই মন্ত্রজপের সুযোগ এইভাবে গ্রহণ করে যে, ‘যেহেতু আমি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করছি, তাহলে আমি যদি পাপকার্যও করি, আমি সেই পাপের ফল থেকে মুক্ত হয়ে যাব। সে মুক্ত হয়ে যাবে। কিন্তু যেহেতু সে একজন অপরাধী, তাই সে হরেকৃষ্ণ মহামন্ত্র জপের চরম ফলটি লাভ করবে না।"
|