"যখন তুমি কথা বল, তুমি যখন প্রচারের উদ্দেশ্যে কোথাও প্রবচন দিতে যাও, সেটাও কীর্তন। তুমি যখন কথা বল, স্বাভাবিকভাবে সেখানে শ্রবণও হয়ে যাচ্ছে। যদি তুমি কীর্তন কর, সেখানে শ্রবণও হচ্ছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম (শ্রীমদ্ভাগবতম ৭.৫.২৩)। সেখানে স্মরণও হচ্ছে। তুমি যদি শ্রীমদ্ভাগবতম এবং ভগবদ্গীতার সমস্ত সিদ্ধান্তগুলো স্মরণ করতে না পার, তবে তুমি কিছু বলতে পারবেনা। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম। অর্চনম, এটা হচ্ছে অর্চন। বন্দনম, প্রার্থনা নিবেদন করা। হরে কৃষ্ণও প্রার্থনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণঃ "হে কৃষ্ণ, হে কৃষ্ণের শক্তি, দয়া করে আমাকে আপনাদের সেবায় নিয়োজিত করুন।" এই হরে কৃষ্ণ শুধুই প্রার্থনা।"
|