BN/710318b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যেখানেই সূর্য রয়েছে একইসাথে সূর্যের আলোও রয়েছে। যেখানেই আলো রয়েছে একইসাথে তার প্রকাশও রয়েছে। ঠিক এক ফোঁটা বিষের মতো। তুমি মাত্র এক ফোঁটা বিষ নাও, এটা তোমার জিহ্বায় স্পর্শ করা মাত্র পুরো শরীরে ছড়িয়ে পড়বে আর এটা সম্পূর্ণ রক্ত আর জলকে ধ্বংস করে দিবে। একটি ক্ষুদ্র পটাসিয়াম সায়ানাইডের দানা কীভাবে ছড়িয়ে পড়ে? কেবল একটি দানা, তৎক্ষণাৎ, সেকেন্ডের মধ্যে। যদি একটি জড় বস্তুর তাৎক্ষণিকভাবে এত প্রভাব থাকতে পারে তাহলে চিন্ময় অণু কি তা করতে পারবে না? এটাকেই বলে বিজ্ঞান।" |
৭১০৩১৮ - কথোপকথন - বোম্বে |