BN/710319 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"অনেক দেহী আছে। দেহী মানে যে এই জড় দেহ ধারণ করেছে। শ্রীমদ্ভাগবদ্গীতায়ও এটা বলা হয়েছে, কৌমারং যৌবনং জরা, তথা দেহান্তরপ্রাপ্তির্ধীরস্তত্র ন মুহ্যতি (শ্রীমদ্ভাগবদ্গীতা ২.১৩)। দেহিনাম ইহ দেহীসু। সুতরাং দেহী মানে আমি এই দেহ নই, কিন্তু আমি এই দেহ গ্রহণ করেছি। ঠিক যেমন আমরা এক ধরণের পোশাক পরিধান করেছি, একইভাবে আমার বাসনা অনুযায়ী, আমার কর্ম অনুযায়ী, আমি এই বিশেষ ধরণের দেহ ধারণ করেছি আর এই দেহ অনুসারে আমি বিভিন্ন ধরণের কষ্ট ও আনন্দের অধীন হয়েছি। এটাই চলছে।" |
৭১০৩১৯ - শ্রীমদ্ভাগবত প্রবচন ১০.২২.৩৫ - বোম্বে |