"তোমরা একটি সুন্দর উদাহরণের মাধ্যমে ব্যাপারটি বুঝতে পারবে : ঠিক যেমন সরকার মদের দোকান খোলে। এর মানে এই না যে সরকার মদ পান করার জন্য উৎসাহিত করছে। এটা এইরকম নয়। বিষয়টি হচ্ছে যে সরকার যদি কিছু মাতালদের মদ পান করার অনুমতি না দেয় তাহলে তারা ব্যাপক গণ্ডগোল সৃষ্টি করবে। তারা অবৈধ মদের পাতন প্রস্তুত করবে। তাদের নিয়ন্ত্রণ করার জন্যই সরকার অনেক অনেক বেশি উচ্চ মূল্যে মদের দোকান খুলছে। খরচ যদি এক রুপি হয় সরকারি আবগারি বিভাগ সেটি ষাট রুপি মূল্য নির্ধারণ করছে। সুতরাং এই পন্থাটি উৎসাহিত করার জন্য নয় বরং নিয়ন্ত্রণ করার জন্য। একইভাবে শাস্ত্রে যৌন জীবন বা মাংসাহার বা মদ্যপানের অনুমোদন রয়েছে, এর মানে তাদের প্ররোচিত করার জন্য নয় যে "তুমি যত পার এই কাজ চালিয়ে যাও।" না। আসলে এগুলো নিয়ন্ত্রণের জন্য।
|