"তাহলে প্রত্যেক মানুষের এটা কর্তব্য হল যে তার স্বাভাবিক অবস্থান ,ভগবানের সাথে তার সম্পর্ক সম্মন্ধে উপলব্ধি করা , আর এই সম্পৰ্ক উপলব্ধি করে , সেই অনুযায়ী কর্ম করলে , আমাদের জীবন সফল হবে। এই মানব জীবন সেই উদ্দেশ্যের জন্যই অভিপ্রেত। আমরা এই বিষয়টিরই অভাব অনুভব করছি। যতক্ষণ আমরা জীবিত , মাঝেমাঝে আমরা দাবি করি যে " ভগবান নেই। আমিই ভগবান। " আবার কেউ বলে যে " আমি ভগবানের পরোয়া করি না। " কিন্তু আসলে এইসব আপত্তিকর মন্তব্য আমাদের বাঁচাতে পারবে না। আমরা ভগবানকে প্রতি মুহূর্তেই দর্শন করতে পারি। তবে যদি আমরা ভগবানকে দেখতে অস্বীকার করি , তাহলে ভগবান আমাদের সামনে নিষ্ঠুর মৃত্যু রূপে বিরাজমান হবে।"
|