BN/720220b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বিশাখাপত্তন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো এই কৃষ্ণতকীর্তন জপ এবং নৃত্য, এটি ধীর এবং অধীর দুজনেরই প্রিয়, তাই গোস্বামীগণ সকল শ্রেণীর লোকের কাছে প্রিয়। তারা বৃন্দাবনে থাকতেন এরম নয় যে তাদের শুধু ভক্তরা পছন্দ করত বা সাধারণ মানুষ অপছন্দ করত। গোস্বামীদের পূজা করত এমনকি সংসারে স্বামী স্ত্রীর ঝগড়া হলে তারা গোস্বামীদের কাছে যেত। সাধারণ মানুষের কাছে তারা এত প্রিয় ছিল যে সংসারের অশান্তির কথা তারা গোস্বামীদের কাছে নিয়ে যেত এবং তেনারা যা বলত, তাই মেনে নিত। তো ধীর অধীর জন প্রিয়াও, প্রিয়া করৌ কারণ এই আন্দোলন সকলের কাছে এত প্রিয় যে সকলকে আকর্ষিত করতে পারে, আমরা তা উপলব্ধি করছি....।"
|
৭২০২২০ - প্রবচন কৃষ্ণ চৈতন্য মাঠে - বিশাখাপত্তন |