BN/721023 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বৃন্দাবন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এটাই হলো লক্ষন যে একজন ব্যক্তি কি ভাবে কৃষ্ণ ভাবনামৃতে উন্নত করছে। তার মানে হলো সমস্ত ভালো গুন গুলি তার চরিত্রে দৃশ্যমান হবে। এটাই হলো ব্যবহারিক। যে কেউ পরীক্ষা করতে পারবে। ঠিক যেমন এই ছেলেগুলো, এই মেয়ে গুলো,ইউরোপীয়, আমেরিকান ছেলে মেয়েরা যারা এই কৃষ্ণ ভাবনামৃতে যোগ দিয়েছেন, শুধু দেখো তাদের সমস্ত অভ্যাস কিভাবে এক বারে থেমে গেছে। সার্ভাইর গুণাইস তাত্রা সমসাতে সুরঃ। সমস্ত ভালো গুন বিকাশ পাবে। তোমরা তা ব্যবহারিক ভাবে দেখতে পারছ। তোমরা তা ব্যবহারিক ভাবে দেখতে পারছ। এই যুবক যুবতীরা আমাকে কখনো জিজ্ঞেস করে না যে, ' আমাদের কিছু টাকা দিন, আমরা সিনেমা দেখতে যা। ' অথবা ' একটা সিগারেটের প্যাকেট কিনতে যাব, আমি মদ্য পান করব'। না। এটা একদম কার্যত। এবং সবাই এটা জানে যে তারা তাদের জন্মের প্রথম থেকেই, মাছ, মাংস খেতে তারা অভ্যস্ত, আমি জানিনা তারা প্রথম থেকেই নেশা ভাং করতে অভ্যস্ত কিনা। কিন্তু আসলে তারা এইসব জিনিসের সাথে অভ্যস্ত, কিন্তু তারা এগুলো সব এক বারে ছেড়ে দিয়েছে। তারা চাও পান করে না, এমন কি কফি, সিগারেট, সব কিছু। সার্ভেয়র গুণাইস তাত্রা সমসাতে এটাই হলো পরীক্ষা। একজন পুরুষ ভক্ত হয়েছে, এবং একই সাথে ধূমপান করছে সেটা হলো উদ্ভট। সেটা হলো উদ্ভট।"
|
৭২১০২৩ - প্রবচন শ্রীমদ ভগবদ ০১ .০২ .১২ - বৃন্দাবন |