"আমি তোমাকে দেখছি, তোমার হাত -পা এবং মাথা, কিন্তু আমি আসলে তোমাকে দেখছি না। তুমি আমাকে দেখছ, তুমি আমার হাত -পা দেখছ, কিন্তু তুমি আমাকে দেখছ না। তাই আত্মার কণা, ভগবানের ক্ষুদ্র অংশবিশেষ হয়েও,আমরা দেখতে পারি না। আমরা কিভাবে ভগবানকে দেখতে পারি? এমনকি একটি ছোট কণা, মমৈবাংশো জীবভূতঃ (মমৈবাংশো জীবভূতঃ ১৫/৭)। সকল জীবই কৃষ্ণের, ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ। ঠিক যেমন যদি সমুদ্রের জলের এক ফোঁটাও আমরা চিনতে না পারি, তাহলে কিভাবে আমরা সমুদ্রকে চিনতে পারি?একইভাবে, আমরা জীব সত্ত্বা, আমরা কেবল আত্মা পরমআত্মার ক্ষুদ্র কণা,কৃষ্ণ। মমৈবাংশো জীবভূতঃ। তাই আমরা দেখতে পারি না। কোন চিকিৎসাবিদ্ সেই আত্মা কি তা কখনো দেখেনি, যদিও তারা বুঝতে পারছে সেখানে আত্মা আছে। এখন চিকিৎসকেরা, হৃদরোগ বিশেষজ্ঞ, তারা গ্রহণ করছেন, "হ্যাঁ, আত্মা আছে।" কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। "
|