BN/731010 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো মন, বুদ্ধি, আত্মা আমাদের দেহের ভেতরে আছে। তো এই দেহ পাঁচটি বস্তু দিয়ে তৈরী, এবং শ্রীকৃষ্ণের শক্তি, এবং ভেতরে, মন, বুদ্ধি, এবং আত্মা, এরা শ্রীকৃষ্ণের শক্তি। দুই প্রকার শক্তি আছে: বহিরঙ্গা এবং অন্তরঙ্গা। তাই ভগবান বাইরেও আছেন ভেতরেও আছেন। বহির অন্তস চ ভূতানাম। শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের, অন্তরে এবং বাইরে আছেন। তাই আমাদের বাইরে এবং ভেতর থেকে পরিষ্কার হতে হবে। এটাই মানুষ্য জীবন। মানব জীবন মানে শুদ্ধতা অর্জন করা।"
|
৭৩১০১০ - প্রবচন ভগবদ্গীতা ১৩.১৬ - বোম্বে |