BN/731011 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এই আধুনিক লোকেরা, এরা জানেনা। তারা জানেনা যে এই জড়জাগতিক পরিস্থিতি পরিবর্তন করা যায়না। ধরা যাক, উদাহরণ হিসেবে, শুকর। তার দেহ মল ভক্ষণের জন্য তৈরী হয়েছে। তো আমরা তাকে হালুয়া খেতে উৎসাহিত করতে পারবনা। এটা সম্ভব নয়। সে গ্রহণ করবেনা, কারণ তার দেহ সেই ভাবে তৈরী হয়নি। কিন্তু মানব দেহে, আমরা আমাদের চেতনার পরিবর্তন করতে পারি, তাহলে আমরা পারব..... আমাদের আসল চেতনায় অবস্থিত হতে পারব। আসল জীবন মানে নিত্য আনন্দময় এবং জ্ঞানের জীবন। সেটা আসল জীবন।"
|
৭৩১০১১ - প্রবচন ভগবদ্গীতা ১৩.১৭ - বোম্বে |