| "তো আজ্ঞা হচ্ছে,'তুমি হত্যা করবেনা', কিন্তু সে হত্যা করবে আবার হত্যা করবে, আবার হত্যা করবে এবং আবার হত্যা করবে, সে সন্তুষ্ট হতে চায়। দেখো, বাইবেল-এ বলছে,'তুমি হত্যা করোনা', আর এরা শুধু হত্যা করতে ব্যস্ত, এবং তাও তারা সুখী হতে চায়। খালি মজাটা দেখো। সেজন্য শ্রীকৃষ্ণ বলছেন,'হ্যা, তোমাদের যুদ্ধে মৃত্যু হবে। তোমাদের মরতেই হবে। এই পরিস্থিতি তোমরা সৃষ্টি করেছো। তুমি মার্কিন বা বিলিতি বা জার্মান হতে পারো। কিন্তু মরতে তোমাকে হবেই।' এটা হচ্ছে পরিস্থিতি। ইস্বরাস্য বিচেষ্টিতম (শ্রীমদ্ভাগবত ১.১৫.২৪)। তোমরা এতো প্রাণী হত্যা করেছো। এখন একাধারে মৃত্যু হবে, একটা বোমা, একটা এটম বোমা। এবার মর।"
|