"মানব সভ্যতা তপস্যার জন্য, তপস্যা। আপনার দায়িত্ব কি তা আপনার জানা উচিত। তপস্যা ব্রহ্মচর্য্যেন শ্যামেনা চ দমন্ চ (শ্রীমৎভাগবত ৬/১/১৩)।একজনের শেখা উচিত কিভাবে তপস্যা চর্চা করতে হয়। তপস্যা। এটি তাপস্যা, ছোট্ট তাপস্যা। অবৈধ যৌনতা থেকে দূরে থাকা,জুয়া না খেলা,মাংস না খাওয়া এবং নেশা না করা,এটি তাপস্যা, ছোট্ট তাপস্যা। মাংস না খেয়ে কে মারা যাচ্ছে? আমরা অনেক ছাত্র পেয়েছি।অনেক বৈষ্ণব আছে, তারা মাংস খায় না।তারা কি মারা যাচ্ছে? এটি শুধুমাত্র একটি খারাপ অভ্যাস। কিন্তু আমরা যদি একটু অনুশীলন করি .. শুরুতে এটা একটু কষ্টকর হতে পারে। এটা ঝামেলাপূর্ণ নয়।আমি ভাবছি ... ঠিক যেমন একজন ভদ্রলোক এসেছিলেন, 'আমরা মাংস খাওয়া ছাড়তে পারছি না। আমি চাই, কিন্তু আমি পারছি না'। অনুশীলন। অভ্যাসযোগা যুক্তেন চেত্সা (শ্রীমদ্ভগবদ্গীতা ৮/৮)। আপনি যা কিছু চর্চা করেন, অভ্যাস তার দ্বিতীয় প্রকৃতি। তাই ভক্তের সংঘে, যদি আপনি এই তাপস্যা অনুশীলনের চেষ্টা করেন...তপস্যা ব্রহ্মচর্য্যেন, কোন উদ্দেশ্য ছাড়া যৌন জীবন না থাকা, একেই ব্রহ্মচারী বলা হয়।"
|