BN/750203 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
ভক্ত : সেই প্রকৃতি ক্রিয়ামানানি
প্রভুপাদ : গুনাইঃ কর্মাণি সার্ভসহ (ভা গ ৩-২৭ ) । হ্যাঁ , প্রকৃতি কৃষ্ণের অধিন্যে কার্য করছে । তার মানে হচ্ছে , প্রকৃতির নিয়ম মানে হচ্ছে কৃষ্ণের নিয়ম বা কৃষ্ণের পরিকল্পনা । তো কৃষ্ণের পরিকল্পনা কি ? কৃষ্ণ কি চান ? যশোদানন্দন : কৃষ্ণ চান যে সমস্ত জীব যেন বাড়ি ফিরে যায়, ভগবদ ধামে ফিরে যায়। প্রভুপাদ : ধন্যবাদ । এটিই হচ্ছে পরিকল্পনা । যদি এই পরিকল্পনা সম্পাদন না করা হয় , তখন কষ্টভোগ করতে হয়। এই মনুষ্য জীবন প্রত্যেক জীবকে দেওয়া হয়েছে এটি উপলব্ধি করবার জন্য এবং যা দরকার তা করবার জন্য । তারা যদি তা না বোঝে, তখন তাদেরকে দণ্ড দেওয়া হয়। ৭৫০২০৩ - প্রাতঃভ্রমণ - হনুলুলু । |
750203 - প্রাতঃ ভ্রমণ - হনলুলু |