"যদি তুমি একটি অসুরের মতো চিন্তা ভাবনা কর, তাহলে পরবর্তী জীবনে তুমি একটি অসুর দেহ প্রাপ্ত হবে। আর তুমি যদি একজন ভক্তের মতো চিন্তা কর, তাহলে তোমার পরবর্তী জীবনে তুমি ভগবদ্ধামে ফিরে যাবে। এটি প্রকৃতির নিয়ম। সুতরাং তুমি যদি অসুরের মতো চিন্তা করার পরিবর্তে অনুশীলন কর যে, কিভাবে ইন্দ্রিয়সমূহের সন্তুষ্টি বিধান করা যায়......এটি হচ্ছে আসুরিক ভাবধারা। তারা এই দেহের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন। কিন্তু যদি তুমি শ্রীকৃষ্ণের কথা চিন্তা কর, কিভাবে শ্রীকৃষ্ণের সেবা করা যায় তাহলে এটিই তোমার জীবনের পরিপূর্ণতা।"
|