BN/760206 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ঠিক যেমন মাছিদের মতো, ওরা সবসময়ই খুঁজছে যে কোথায় ক্ষত রয়েছে, আর মৌমাছিরা সবসময় খুঁজছে কোথায় মধু রয়েছে। সুতরাং দুই ধরণের প্রাণীর দুই ধরণের কাজঃ দোষ খুঁজে বের করা আর ভাল কিছু খুঁজে বের করা। এই দুই ধরণের ... প্রাণীর মতো। দুই শ্রেণীর লোক রয়েছে। ঠিক একইভাবে অনেক বদমাশ রয়েছে যারা কেবল দোষ অন্বেষণ করে বেড়ায়।" |
৭৬০২০৬ - প্রাতঃ ভ্রমণ - মায়াপুর |