BN/760208 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যে ব্যক্তি জীবনের প্রতিকূল অবস্থাগুলোকেও ভগবানের আরেক রকম কৃপা বলে গ্রহণ করেন... তত্তেহনুকম্পাম্ সুসমীক্ষমাণঃ (শ্রীমদ্ভাগবত ১০/১৪/৮)। 'যদি কোন দুঃখ আসেও, সেটি শ্রীকৃষ্ণের দ্বারা ইচ্ছাকৃতভাবে প্রদত্ত নয়। আমি নিজেই আমার পূর্বকৃত কর্মের ফল ভোগ করছি। আর শ্রীকৃষ্ণ এতোই করুণাময় যে আমাকে হয়তো এর থেকেও লক্ষগুণ দুঃখভোগ করতে হোত, কিন্তু শ্রীকৃষ্ণ অল্প একটুর মধ্য দিয়েই তা পার করে দিলেন।' এটিই হচ্ছে ভক্তের দৃষ্টি।" |
৭৬০২০৮ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৭/৯/১ - মায়াপুর |