BN/760211 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ভক্তি কারও বয়স বা উন্নত জ্ঞান, ধনসম্পদ বা অন্য অনেক কিছুর ওপর নির্ভর করে না। জন্ম-ঐশ্বর্য-শ্রুত-শ্রী (শ্রীমদ্ভাগবত ১/৮/২৬), উচ্চবংশে জন্ম, আভিজাত্য এবং ধনী হওয়া, সুন্দর রূপ পাওয়া, খুব বিদ্বান কেউ হওয়া। এইসব হচ্ছে জাগতিক সম্পদ। কিন্তু পারমার্থিক জীবন এইসবের ওপর নির্ভর করে না।" |
৭৬০২১১ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৭/৯/৪ - মায়াপুর |