"কারোরই মিথ্যা অহঙ্কার করা উচিত নয়। প্রত্যেকেই...জড় জগত মানেই হচ্ছে এখানে প্রত্যেকেই মিথ্যা অহঙ্কারে রয়েছে। প্রত্যেকেই ভাবছে, আঢ্যস্মি ধনবানস্মি কোহস্তি মম সমাঃ। প্রত্যেকেই। এটিই হচ্ছে রোগ। 'আমি সবচাইতে ধনী', 'আমি শক্তিশালী', 'আমি অত্যন্ত বুদ্ধিমান'। সবকিছুতেই 'আমি'। একে বলে অহঙ্কার। অহঙ্কার বিমূঢ়াত্মা কর্তাহম্ ইতি মন্যতে (ভগবদগীতা ৩/২৭)। যখন কেউ এই মিথ্যা অহঙ্কারে মগ্ন হয়, সে তখন বিমূঢ় - 'অত্যন্ত মূর্খ' হয়ে যায়। অহঙ্কার বিমূঢ়াত্মা কর্তাহম্ ইতি মন্যতে। এই হচ্ছে মিথ্যা অহঙ্কার। এই মিথ্যা অহঙ্কার আমাদের পরিত্যাগ করতে হবে।"
|