"এটিই হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছা। তিনি আমাদের চারটি নীতি দিয়েছেন, 'সর্বদা আমার কথা চিন্তা কর, মন্মনা, এবং আমার ভক্ত হও, মদ্ভক্ত, মদ্যাজী 'আমাকে পূজা কর, এবং আমাকে নমস্কার কর... মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজী মাম্ নমস্কুরু (ভগবদগীতা ১৮/৬৫): 'কেবল একটু হলেও আমাকে প্রণাম কর। এই চারটি নীতিই তোমাকে এই ভববন্ধন হতে মুক্ত করবে। মামবৈষ্যসি অসংশয়, নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে। এতোটাই সরল ব্যাপার। এটি একদমই কঠিন কিছু নয়। এই শিশুটিও তা করতে পারবে। একজন বৃদ্ধ লোকও তা করতে পারবে। একজন বিদ্বান ব্যক্তিও করতে পারবেন। বিদ্যা নেই এমন মানুষও, এমন কি একটি পশুও তা করতে পারবে। অত্যন্ত সরল। ভক্তিযোগ অত্যন্ত সরল।"
|