"শ্রীকৃষ্ণের জন্য আমাদের সেবার কোনও প্রয়োজন নেই। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের সেবায় কিছু করি তবে সেইটি আমাদেরই লাভ। এটিই হচ্ছে সূত্র। এটা ভেবো না যে শ্রীকৃষ্ণ আমাদের সেবায় অত্যন্ত বাধিত বা কৃতজ্ঞ। কিন্তু তিনি কৃতজ্ঞ অনুভব করেন। কেন? অবিদূষঃ। আমরা সবাই হলাম মূর্খ আর বদমাশ। আমরা ভাবছি আমরা কিছু সেবা করে দিচ্ছি। না, আমরা কিছুই দিতে পারি না। আমরা এতোটাই তুচ্ছ যে আমরা কিছুই দিতে পারি না। তিনি অসীম, আর আমরা অত্যন্ত সীমিত, ক্ষুদ্রাতিক্ষুদ্র। কিন্তু তবুও যেমন একটি ছোট্ট শিশু তার পিতাকে কিছু দিলে... সবই তার পিতার সম্পত্তি। কিন্তু তবুও পিতা অত্যন্ত আনন্দিত হন যে, 'আমার সন্তান আমাকে লজেন্স দিচ্ছে, যদিও তিনি জানেন, 'এটি আমারই বিশাল সম্পত্তি, (হাসি)"।
|