"তাদের শাসন করা হচ্ছে, কিন্তু তারা এতোই মূর্খ যে তারা বুঝতেই পারে না যে তাদের শাসন করা হচ্ছে। ঠিক যেমন একটি কুকুরকে শাসন করা হয়। সে ভাল কিছু খেতে পায় না, সারাদিনরাত বিষ্ঠা খেয়েই চলছে। কেউ তাকে পাথর ছুঁড়ে মারছে, কেউ লাঠি দিয়ে মারছে, কিন্তু তবুও সে খুব খুশিঃ 'ঘেউ, ঘেউ, ঘেউ, ঘেউ। আমি খুব সুখে আছি'। এসবই চলছে। (হাসি)। এই সব কুকুরের সংঘ, কুকুরের সমাজ, প্রতি পদে পদে ওরা ভোগান্তির শিকার হচ্ছে, তবু ওরা ভাবছে, 'আমরা এগিয়ে যাচ্ছি'। ব্যাস্। কুকুরের সভ্যতা। শুয়োরের সভ্যতা, কুকুরের সভ্যতা। একে সভ্যতা বলে না। নায়ং দেহো দেহভাজাম্ নৃলোকে কষ্টান্ কামান্ অর্হতে বিড্ভুজাম্ যে (শ্রীমদ্ভাগবত ৫/৫/১)।"
|