BN/760420 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মেলবোর্ন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"জীবাত্মা পিতার বীর্যের মধ্য দিয়ে মাতৃগর্ভে প্রবেশ করে, একই প্রক্রিয়া। জীবাত্মা প্রবেশ না করা পর্যন্ত দেহ গঠন শুরু হয় না। এটি কেবল একটি জড় পিণ্ড মাত্র। যখন জীবাত্মা প্রবেশ করে, তখন তার মনোভাব অনুযায়ী দেহ গঠন শুরু হয়। এই সম্পর্কে তারা কিই বা জানে? হ্যাঁ? যং যং বাপি স্মরণ ভাবং ত্যজতন্তে কলেবরম্‌ (ভগবদগীতা ৮/১৬)। জড় দেহটি কেবল বাসনা অনুযায়ী তৈরি হয়ে থাকে। ঠিক যেমন আমরা এই বৃহৎ বাড়িটি আমাদের ইচ্ছানুযায়ী তৈরি করেছি। জড় বস্তুগুলি আপনা থেকেই এই বাড়ির রূপটি পায় নি। আমি এর মালিক। আমি বাসনা করেছি যে, 'ঘরগুলি এমন হোক'। তদ্রূপ জড় উপাদানসমূহ, পিতার বীর্য এবং মাতার ডিম্বাণু মিশ্রিত হয়ে একটি উপযোগী শরীর তৈরি করে এবং জীবাত্মার বাসনা অনুযায়ী সে স্থাপিত হবে। ঠিক যেমন সিমেন্ট আপনা থেকেই একটি ঘর বা নল বা এটা সেটায় রূপ পেয়ে যায় না।"
৭৬০৪২০ - কথোপকথন - মেলবোর্ন