"শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা এতোটা সহজ নয়, কিন্তু আমরা তোমাদের কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার সুযোগ করে দিচ্ছি যাতে করে একদিন তোমরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারো, এই হচ্ছে নিয়ম। প্রকৃতপক্ষে এটিই আমাদের কর্মসূচি। আমরা কোন দরিদ্রভোজন করাচ্ছি না। আমাদের দর্শন সেটি নয়। যেমন বিবেকানন্দের মতো, দরিদ্র-নারায়ণ সেবা। না, আমরা এর পেছনে ছুটছি না। আমরা তোমাদের প্রসাদ দিচ্ছি। আর বাস্তব সত্যটি হচ্ছে এইভাবে খেতে, খেতে, খেতে, খেতে একদিন তুমি কৃষ্ণভাবনাময় হয়ে যাবে। কেবল মাত্র প্রসাদ গ্রহণ করার মাধ্যমেই। কারণ তোমরা এতোটাই নির্বুদ্ধি যে তোমরা দর্শন বুঝবে না। তোমরা পশুদের মতো কেবল উদরপূর্তিটাই বোঝ। তাই আমরা তোমাদের সুযোগ দিচ্ছি, 'ঠিক আছে, উদর পূর্তি কর, উদর পূর্তি কর, আর এভাবেই তোমরা সংক্রামিত হবে। ঠিক যেভাবে কোন সংক্রামিত জায়গা থেকে খাদ্য গ্রহণ করার মাধ্যমে, তুমি কোন রোগের দ্বারা সংক্রামিত হবে, তেমনই এটি হচ্ছে কৃষ্ণ-সংক্রামিত, প্রসাদ। তুমি যদি এটি গ্রহণ করতে থাকো, একদিন তুমি কৃষ্ণভাবনার দ্বারা সংক্রামিত হয়ে যাবে। আর সেটিই হচ্ছে বাস্তব সত্য। যে কোনও ভাবেই হোক, তাকে শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসতে দাও। তাহলেই সে উপকৃত হবে।"
|